Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped
উপজেলা সমবায় কার্যালয়, পলাশ, নরসিংদী এর জাতীয় তথ্য বাতায়নে স্বাগতম। ডান পাশে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের লিংক দেয়া আছে  ক্লিক করে ভিজিট করতে পারবেন। ধন্যবাদ।

কী সেবা কীভাবে পাবেন

কি কি সেবা কিভাবে পাবেন :

 

উপজেলা সমবায় দপ্তর, পলাশ কর্তৃক প্রদত্ত সেবা

 

উপজেলা সমবায় দপ্তর, পলাশ কর্তৃক যে সব সেবা প্রদান করা হয় :

 

  1. নিবন্ধনের পূর্বে উদ্ভুদ্ধকরণ সভা

 

  1.   নিবন্ধন প্রদান, মনিটরিং , পরিদর্শন ও অকার্যকর সমিতি বাতিলকরণ

 

  1. অডিট ফি (রাজস্ব) ও সমবায় উন্নয়ন তহবিল (সিডিএফ) ধার্য্য ও আদায়

 

  1. সমমনা জনগণকে সংগঠিত করে সমবায় সমিতি গঠনের মাধ্যমে সঞ্চয়ী মনোভাব গড়ে তোলা ;

 

  1. সমবায় সমিতিসমূহে মানি জেনারেটিং কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন ;

 

  1. সমবায় সমিতি সমূহের নিরীক্ষা সম্পাদন ;

 

  1. সমবায় সমিতিসমূহের সদস্যদেরকে নির্বাচনী কার্যক্রমসহ ব্যবস্থাপনাগত ও আইনগত সহযোগিতা প্রদান ;

 

  1. সমবায় সমিতিসমূহের সদস্যদেরকে কর্মমুখী প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা গ্রহণ ;

 

  1. সমবায় সমিতিসমূহে কোন অনিয়ম ঘটে থাকলে আইন ও বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা।

 

  1. নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে সমবায় বাজার এর কার্যক্রম পরিচালনা করা

সমবায় সমিতি নিবন্ধনের জন্য সমিতির নিবন্ধন ফি বাবদ ৩০০ টাকা ট্রেজারী চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমাদান পূর্বক সমবায় সমিতি আইন/০১ সংশোধিত ০২ ও বিধিমালা ০৪ অনুসরন করে ৩ কপি উপ-আইনসহ নির্ধারিত আবেদন ফরম পূরণ করে জমা দিতে হবে। দাখিলকৃত আবেদনের প্রেক্ষিতে অত্র অফিসের একজন সহকারী পরিদর্শক প্রস্তাবিত সমিতি পরিদর্শন পূর্বক সন্তোষ্ট হলে তা নিবন্ধনের সুপারিশসহ উপজেলা সমবায় অফিসারের মাধ্যমে জেলা সমবায় অফিসার বরাবর প্রেরণ করবেন। জেলা সমবায় অফিসার প্রয়োজনীয় কাগজ যাচাইয়ান্তে সমিতির নিবন্ধন প্রদান করবেন। এছাড়া অফিসের কর্মকর্তারা নিবন্ধনকৃত সমিতি সমূহের বার্ষিক নিরীক্ষা, প্রয়োজনীয় পরিদর্শন ও প্রয়োজনীয় তদন্ত কাজ সম্পন্ন করবেন।